সাতে পাঁচে কবিতায় মীরা মুখোপাধ্যায়

কাঁকড়াদের সংসার
ততক্ষণই গা ঢাকা দেবার পালা সমুদ্রবেলায়
যতক্ষণ ভীড় থাকে, থিকথিকে শব্দ আর ভীড়।
বাচ্চা কাচ্চার সাথে খুনসুটি, দাড়ার ধারালো দাঁত
নরম শ্যাওলার মতো করে ওদের সুড়সুড়ি দেওয়া
ইত্যাদি ইত্যাদি…..
তারপর রাত নামলেই সব্বাই বেরিয়ে আসে
চাঁদের আলোয় ছুটোছুটি ,জলে স্থলে
ভাঙা নৌকোর খোলে খেলা জমে
শেষ রাতে মা কাঁকড়া টিঙটিঙে বাচ্চাদের নিয়ে
গর্তে ফিরতে ফিরতে ভাবে
কাল যদি ধরা পড়ি….
বোকা বাচ্চাগুলো ,টুকুস ডাগর হলে
আর কোন চিন্তা থাকতো না।