সাতে পাঁচে কবিতায় মালা মিত্র

পরম লগন

নব কলমীর ডাঁটো শাখা প্রশাখায়,
প্রথম বর্ষণ,
শিহরণ রোমাঞ্চ উল্লাসে।
গা ডোবানো ভাললাগা,প্রথম ই পরম,
এরপর থামা নেই,
কিশোরীর যুবতী বেলা এল।
উদম আদর মেখে,
শুধু বয়ে চলা,
ডগায় ডগায় পূর্ণতা ;
জীবনের শ্রেষ্ঠ কালে।
পারাবত ক্ষণ এল,
মুখেতে না বলা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।