নিকোটিন ঘেরা দাম্পত্য জানে
কতোটা বারুদ জ্বললে পরকীয়া অক্সিজেন ঢালে !
ঘুন ধরা কাঠামোয় টোকা দিলে
ঝুরঝুর করে ঝড়ে পড়া বালি –
হাতের মুঠোয় ভাঙা কাঁচ ,
তবু কামড়ে ধরে , ছটফট করে ,
জোড়াতালি লাগাতে চায় রক্তাক্ত পাজড়া ।
লাঞ্চব্রেকের পরিধি জুড়ে
অপেক্ষা আর অপেক্ষার কিছু কোলাজ –
পাতা ঝড়া দুপুর জানে কতোটা ব্যাপ্তি ছড়িয়ে থাকে
ছুঁতে চাওয়ার আড়ালে !
একটা একটা করে দিন কাটাতে পারলেই
প্রহর গুনে এগিয়ে চলা মুক্তির পথে –
কেমন সে পথ?সে পথেও কি কোনো কাটা নেই?
শুধুই শান্তি আর শান্তি !
কিছু বোধ যেমন গভীর করে দৃষ্টিভঙ্গি-
সে পথে কত মানুষ আসে
সাত পাকে ঘুরতে ঘুরতে আবার হারিয়েও যায়;
তবু সে ঘুরতে চায় , জড়িয়ে বাঁচতে চায় ।