সাতে পাঁচে কবিতায় মীরা মুখোপাধ্যায়

আশা
ভোরবেলা ঘুম ভাঙলেই মনে হয় আজ সে আসবে
যেকোনো মুহূর্তে কড়া নড়ে উঠবে দরজায়
আগাছায় ভরে যাওয়া উঠোন
সে ভরিয়ে দেবে দোপাটিগুচ্ছে,
তারপর রঙচটা দেয়ালে রঙ…
টেবিলটার ভাঙা পায়া সারিয়ে পালিশ করাবে,
আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে আর
ফেরার পথে সারিয়ে দেবে পুরোনো রেডিওটাও
রাত নামে, সেই সাথে আকাশভাঙা বৃষ্টি….
বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুম পায়
মনে হয় আজ সে এলোনা ঠিকই
কিন্তু কাল, কাল সে আসবেই।