“আজ এতো কেন কান্না পাচ্ছে, দমবন্ধ লাগছে” নিজেকে কিছুতেই সামলাতে পারছেনা অনুরিতা ।
– তুই কি ভেবেছিস? তুই একাই আমায় দূরে সরাবি ? এবার তুই দেখ,আমি তোকে তার দশ ডবল ইগনোর করবো…
কন্টিনিউ হোয়াটস আ্যাপ এ ম্যাসজ করছে নয়ন,প্রত্যেক টা শুধু সীন হচ্ছে, কোনো রিপ্লাই আসছে না ।
– আর কতবার, কিভাবে তোকে সরি বোলবো জানিনা অনু.. আই লাভ ইউ সোনা, প্লিজ রিপ্লাই কর,আমি আর থাকতে পারছি না তোকে ছেড়ে..
অনু বুঝতে পারছে ,নয়ন যতই সরি বলুক,আই লাভ ইউ বলুক তবু কোথায় যেন একটা তার কেটে গেছে…মনের টান নেই আবেগ নেই… আছে কিছু দায়সারা সংযোগ রক্ষার নিয়মানুবর্তিতা।
মন মানে না …আবার নিজের মনেই বলতে থাকে অনুরিতা “কোথাও ওকে মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলছি না তো ?”
আত্মসম্মানবোধ আর আবেগের টানাপোড়েন এ বিদ্ধ হতে থাকে এমন ই হাজার হাজার অনুরিতা রা। সংযোগ রক্ষার তাগিদও হিসাব কষে দৈনন্দিন পটচিত্রে। ব্যাস্ততার অজুহাতে শিথিল হতে থাকে বন্ধন । তবু ব্লক করা আর হয়ে ওঠে না অনুরিতা দের,ফ্রেন্ডলিস্টের নিতান্তই একটি নাম হয়ে রয়ে যায় মনের খাতায় কিংবা চ্যাটবক্সের সেসব সেলফি আজও রয়ে যায় ফোন গ্যালারীর লুকোনো ফোল্ডারে।সময় যায় ,ধীরে ধীরে ফিকে হতে থাকে অভিমানের ভাষারা …হয়তো কখনও খুব ইচ্ছে হলে “ভালো আছিস ?” ছাড়া টাইপ করার মতো আর কিছুই শব্দ সাজানোর থাকে না।