দিব্যি কাব্যিতে মালা মিত্র by TechTouchTalk Admin · Published August 1, 2021 · Updated October 18, 2021 বাঁশি কেন গায় চৌরাশিয়া ঠোঁটে বাঁশিতে দিলে ফুঃ উদম হ’ল বাঁশি,বোঝে না অন্য কিছু। ছয় রাগ ছত্রিশ রাগিনীতে খুলে দিলে স্বর্গের দ্বার, সুরে ডুবে থাকে বাঁশি, আর কি যো থাকে,ঘরে ফেরবার? অতঃপর সানাই এ বিসমিল্লা খান, সে নাই সে নাই ধুনে, শুধু কেঁদে যান, তুমি কি আর ফিরবেনা,ছোবে না ও বাঁশি? কবে হবে যুগল বন্দী,রবিশঙ্কর আল্লারাখায়, সেতারে তবলায়! নিবিড় গহনে শুধু বাঁশি বেজে যায়!!! ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love