|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 বিশেষ সংখ্যায় মিঠুন মুখার্জী

নারীরা সব পারে
সেদিন কলেজ থেকে ফেরার পথে তোমায় এক ঝলক দেখেছিলাম
তোমার সে হাসি আমি মরে যাব, তবু ভুলব না ।
তোমার তাকানো যে কোনো পুরুষকে পাগল করে দিতে পারে।
তোমারা সব পার এই ঘোর কলিকালে, তোমারা যে নারী।
তোমারা নিজেরাই বলো– নারীরা সব পারে
কথাটা মিথ্যা নয়, অত্যাচার সইতেও পার,করতেও।
শাশুড়ি হয়ে বৌমার উপর অত্যাচার করতে একটুও কষ্ট হয় না তোমাদের !
বৌমা হয়ে শ্বশুর-শাশুড়ি থেকে আলাদা থাকতে লজ্জা লাগে না একটুও !
অথচ মেয়ের উপর অত্যাচার হলে খুব কষ্ট হয় তোমাদের ।
শ্বশুর-শাশুড়ির মতো বাবা-মার সঙ্গে হলে খুব কষ্ট হয়,না ?
তোমাদের নারীদের মধ্যে এত বৈষম্য কেন ?
নারী হয়ে নারীর প্রতি এতো হিংসা, বিদ্বেষ কেন?
শ্বশুর-শাশুড়ি কী বাবা-মা হতে পারে না?
বৌমা কী নিজের মেয়ে হতে পারে না ?
ননদ-দেওয়র কি ভাই-বোন হতে পারে না?
তোমারা নারী, তোমারা সব পার, কিন্তু কেন পার না মেনে নিতে !!
আজ চোখ বুজলে কি নিয়ে যাবে সঙ্গে করে?
সব কিছুই পরে থাকবে পরের ভোগের জন্য ।
তবে কেন এতো ভেদাভেদ,কোন্দল, বিদ্বেষ ?
ভালোবাসতে শেখো সকলকে, তোমারা না মায়ের জাত।
মা সারদা,মাদার টেরেসা,ভগ্নী নিবেদিতা যে দেশে ছিলেন
সে দেশের নারীদের কাছে এটা আশা করা যায় না !!
তোমরা নারী, তোমরা সব পারো, প্রেমের মন্ত্রে দীক্ষা নাও
আর ভেদাভেদ নয়, ভালোবাসো, শুধু ভালবাসায় জয় করো এ পৃথিবী ।