দিব্যি কাব্যিতে মালা মিত্র

অক্সিজেন
খেরো খাতায় দিন লিখি।
চা বিস্কুট তেল নুন থেকে ওষুধের হিসাব,
বাদ পড়েনা কিছুই।
জিইয়ে রাখা প্রাণ,বালতিতে,গামলায়।
আরো এক হিসাব প্রাণে প্রাণে।
সে খাতা লেখা ধমনীর রক্তে,
লাভডুবের নীল খাতায়।
সে লেখনী গুপ্তগাঁথা।
সে হিসাব বেহিসাব,অগণিত তারার গননা,
সে অক্ষর প্রাণবায়ু ধরে রাখে,
সে আড়াই অক্ষর,বার বার শোণিত দিয়ে লিখি,
কেউ না দেখুক অন্দর কথা,
তুমি দেখনি?হয় না তা!!!!!