কবিতায় বলরুমে মোহনা মজুমদার

জেহাদ
গোটা একটা আবহ জুড়ে থ্যাতলানো কিছু চোখ-
চুমুর দৃশ্যে এভাবেই হয়তো নেমে আসে
জন্ম-জন্মান্তরের শোধ , চুইয়ে পড়ে খাঁজ বরাবর ।
বিসর্গ কঁকিয়ে ওঠো জেহাদে –
তবে তেজস্ক্রিয়তা তোমায় মানায় না !
নুন-হলুদ মাখানো কই মাছ গুলো এখনও ছটফট করছে –
শুধু জেহাদের ভাষা টুকু আলাদা ।