মার্গে অনন্য সম্মান মানস লাহিড়ী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা নং – ১২৯
বিষয় – বৈশাখী / চেতনা / সাম্য
বৈশাখী চেতনায় সাম্য
বৈশাখী রোদ শুষছে প্রেমের রসটুকু
শুকিয়ে ফাটছে মনুষ্যত্বের পাঁক মাটি
মানবিকতার ডোবাতে আজ বিষ পানা
জল বিনে তাই করছে প্রাণ ধুকুপুকু।
চেতনার জলে সাঁতার কেটেছি – ‘ডুবসাঁতার’
হাতে হাত রেখে ধরে তুলেছি অন্যকে
সেই হাতে আজও লেগে আছে তার ছোঁয়া
আজকের দিনে প্রশ্ন ওঠে, “এ হাত কার?”
অসাম্যের বাতাসে ঢেলেছি নানান গ্যাস
মিলেমিশে তারা হয়ে ছিল সেদিন ‘প্রামবায়ু’
আজকের আকাশ ভরে গেছে কলো কার্বনে
মেঘ সরায়ে গড়তে হবে সাম্যের দেশ।
চেতনা ছড়ায়ে এই বোশেখেই বাঁধবো গান
রবিঠাকুরের সুরে সুরে গাইবো গীত
উচ্চকণ্ঠে মিলাবো সবে গলার সুর
সাম্যের তালে বেজে উঠবে ঐক্যতান !