কাব্যানুশীলনে মুনমুন লায়েক

তুমি ফিরে এসো
তোমার অপ্রেমেই মাঝেই আমি প্রেম খুঁজে পাই,
তুমি ফিরে এসো, তোমার চেনা পথে,
সকালের স্নিগ্ধ আলো আর আমায় ছুঁয়ে না যে,
স্বর্ণময় শিশির কণা চুপ দুপুর গড়িয়ে,
বিষন্ন দিন,নির্জন রাত কাটে না,তোমার অপেক্ষায় ,
তুমি ফিরে এসো, তুমি ছাড়া কেউ বোঝে না আমায়,
মরনের চেয়ে ফুরিয়েছি আমি তোমার অবহেলায়,
লুকানো হৃদয়ে তোমার, আমি লুকানোই থেকে যায়,
সীমানা ছাড়িয়ে আড়ালে খুঁজেছি দিগন্তে বহুবার,
তুমি ফিরে এসো,যে শুধু তোমাকে নিরন্তর চাই,
পুকুরের জলে পদ্ম ফুটেছে চিকচিকে রৌদ্রে,
স্পর্শ গন্ধ তোমার যেন অভিমান লেগে তাতে,
আকাশে ভাঙ্গাচাঁদ শুধু সাক্ষী আমার ভালোবাসার,
তুমি ফিরে এসো, চিরতরে অবুঝ চোখের তারাই,
তুমি ফিরে এসো, কাঁকনের রিনিঝিনি সুর ডাকে,
প্রিয়তরে তুমি ফিরে এসো…….আত্মার অন্তরে।