কাব্যানুশীলনে মুনমুন লায়েক

তুমি
তুমি অন্ধকার আকাশে ধ্রুবতারা হয়ে জ্বলো
তুমি বালু পথে পায়ের চাপে দিকচিহ্ন ফেলো
তুমি একফালি সূর্য পুরো জীবন করো আলো
তুমি নিস্তব্ধে মনের গভীরে সম্মোহন করো
তুমি নিঝুম রাতে যেন কল্পনার মায়া
তুমি কঠিন নীরবতা আড়ালে সুদীর্ঘ দৃঢ় ছায়া
তুমি তোমার হয়ে থাকো হাজার বছর ধরে
আমি খুঁজে নিতে পারবো…………………..
তোমায় একটু একটু করে…………………..।।