T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় মুনমুন লায়েক

তোমার চোখেই
তোমার চোখেই ভাবিয়ে তোলে
সময়-বারন-কারণ ছাড়া
তোমার চোখেই শাসিয়ে বকে
আমার ফাঁকির রোদ্দুবেলা
তোমার চোখের ভাষা বোঝা
কঠিন ধাঁধা লাগে
তোমার চোখেই ভীষন দাপট্
সেদিন মন ভয়ে ভয়ে থাকে
তোমার চোখেই খুব অভিমানী
আমাকে কাঁদিয়ে দিয়ে যাই
তোমার চোখেই অনেক লেখা
খুব যত্নে পড়তে চাই
তোমার চোখেই অত শান্ত
শীতল জলের মতো
তোমার চোখেই রাখো কেন
ভালোবাসার স্নিগ্ধ কথা
তোমার চোখেই ছোট্ট নীড়
দাও আমায় এই আশ্রয়।।