কাব্যানুশীলনে মুনমুন লায়েক

তোমার নাম লিখেছি
আমি তোমার নাম লিখেছি…উত্তরে
উত্তরী হাওয়াসহ, তুষার শৃঙ্গ খন্ডে
হিমাদ্রি উচ্চ অহংকারে কাছে
তোমার নাম লিখে দিয়েছি…..যেখানে
মেঘ-আকাশের সাথে মিশে।
আমি তোমার নাম লিখেছি… দক্ষিণে
হাজার বছর চুপ পাহাড়-পর্বতে গায়ে
চিরহরিৎ তরু পল্লবে প্রতি পটে
তোমার নাম লিখে দিয়েছি….এই
স্থাপত্য-ভাস্কর্যের সূক্ষ্মকারু নকশায়
আমি তোমার নাম লিখেছি…..পূর্বে
প্রথম আলোর বিচ্ছুরিত বর্ণস্রোতে
চেরাপুঞ্জির বৃষ্টি জলের বিন্দুতে
তোমার নাম লিখে দিয়েছি…সেই
পুরীর দেবালয়ে প্রাচীন ঢেউয়ে গায়ে
আমি তোমার নাম লিখেছি…. পশ্চিমে
নোনা বাতাসে- বৈরাগী বালির কনায়
গোলাপী শহরে ইতিহাসের দেশে
তোমার নাম লিখে দিয়েছি… আমার মনে
জনম-জন্মান্ত হলেও নাম, না ঘুচে।।