কাব্যানুশীলনে মুনমুন লায়েক

জন্মদিন
নতুন রবি আকাশ জুড়ে
নতুন কুসুম মায়ের কোলে
নতুন হয়ে বারে-বারে
আসবে তুমি জন্মদিনে।
নতুন মঞ্জরী সুভাষ ভরে
নতুন আনন্দ হৃদয় পুরে
নতুন হয়ে দিনে-দিনে
আসবে তুমি এই জীবনে।
নতুন ভাষা শিশুর মুখে
নতুন লেখা ছোট্ট হাতে
নতুন হয়ে সব সময়ে
আসবে তুমি প্রথমে।
নতুন লগ্ন ক্ষণে
নতুন পিতার আশ্রয় তলে
নতুন হয়ে প্রতি বারে
আসবে তুমি শুভ জন্মদিনে।।