কাব্যানুশীলনে মুনমুন লায়েক

যদি হতাম ছেলে
যদি, আমি ছেলে হতাম
রাই…রাই বলে,বাঁশি কত
কেঁদে উঠত তীব্র অনুযোগে।
যদি, আমি ছেলে হতাম
পুরুষোত্তম বীর রাম,আরও একবার
ধনুক ভেঙ্গে,আনতাম জাহুবী।
যদি, আমি ছেলে হতাম
রাবন মায়াবী,শত স্বর্ণলঙ্কা
পুড়িয়ে দিতাম,হরন হতে তুমি।
যদি, আমি ছেলে হতাম
মধ্যযুগের বর্বর, দেখতাম কার
তরবারির আছে কত ধার?
যদি, আমি ছেলে হতাম
লিখতাম কবিতা,হরিণ চোখে
হারিয়ে গেছি বুঝি নি কেন তা ।।