তুমি ছিলে আমার স্বপ্নচারিণী
দারুণ আলাদা তুমি আর আমি
শব্দ-শর্তবিহীন একরাশ নিজস্ব কিছু
জীবনে ভালোবাসা হয়ে তুমি এসেছো
সেইদিন এটুকু বুঝেছি
রেখেছি নয়নে,হৃদয়ে গোপনে
নীল শিরার মধ্যে নীল পরী
ক্যানভাস জুড়ে তোমাকে ভরিয়ে
তবুও যেন অজান্তে নিজের কাছে রাখি
সীমাহীন প্রেম বলে তোমাকে চিনেছি
প্রানে-ধ্যানে-জ্ঞানে শুধু তোমাকে বেসেছি ভালো
ভালোবেসে, ভালোবাসা ছাড়া
বলো না, তার চেয়ে কি শ্রেষ্ঠ হয়?
তুমি তো কত জানো,আমায় জানো নি
কেন এলে! কেন গেলে চলে
হঠাৎ আমি নিঃসন্দেহে কেন নিঃপ্রয়োজনে
তুমি ছাড়া দিনের আলো রাতে থেকেও কালো
বয়ে আসা বাতাস কানে-কানে বলে
“জমবে নিকোটিন পাপের মতো
বুকের পরিত্যক্ত ঘরে
তুই নিঃস্ব হলি শেষে
বাঁচবি এবার জ্যান্ত শবের বেশে”।
২| আমি নেই
পৃথিবীর কোনো স্থানে
আমি আর নেই
সূর্যের আলোকে এখন
আঁধার কাটানো স্বচ্ছতা
বাতাসে সাথে প্রাণবায়ু
বয়ে যাওয়া জীবন নেই
বৃষ্টির কাছে মন ভিজানো
সেই শীতলতা নেই
সব কিছু দেখায় মতো
আমি আর নেই
বলবো যে তোমাকে
তোমার সময় শোনার নেই
আমার ধূমকেতুর মতো আসা নেই
তোমাকে বিরক্ত করার বেহায়া আর নেই
রক্ত ঝরা্ কান্নার সঙ্গে
তোমার অনুভূতি কোনো নেই
আমার ভালোবাসা হয়ে তুমি আছো
শুধু আমি আর নেই
বিধাতার দেওয়া প্রেমের
কাছে ভালোবাসা কেন নেই??।