মার্গে অনন্য সম্মান মৃণাল কান্তি পণ্ডিত (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮০
বিষয় – বিষয় – দোল উৎসব / ক্রেতা সুরক্ষা / মানবিক
বসন্ত উৎসব
বসন্তের ভোরের আলো বিনম্রতায় ফিসফিসিয়ে প্রশ্ন করে–
শালবনের আকাশ বাতাস শালফুলের গন্ধে কখন যায়গো ভরে ?
বন-পাহাড়ের কুসুমিত পাতা সাতসুরে কখন গাইগো গান!!
গুহা চিত্রের বিচিত্র জগত কিভাবে কখন — করে পীড়িত মাখা হোলির আমন্ত্রণ ??
প্রশ্ন সেসব শুনে ঝাঁক ঝাঁক ঝাঁক পায়রা গাঁয়ের আঁকে বাঁকে করে বকম বকম,
শান্তির প্রলেপ ছড়িয়ে দিয়ে খুশির আবেশে খুঁজে বেড়ায় প্রীত আলোর নিগম।
স্বপ্নেরা তাই করে ছোটাছুটি হোলির হড়পা ঢেউয়ের আবেশিত কুজনে,
মহুয়ার তানে পলাশ শিমুল কাঞ্চন মল্লিকা — সুবাসে সুরভিত কৃষ্ণচূড়ার কাননে।
ফাগুয়া রাগে প্রেম বিহগে ঘুমহীন চোখ দুটো শুধুই ভালোবাসার রজনী মাগে,
শান্তির ভাষা বুঝে না– কেন প্রেম আবেগে; পূর্ণিমার শশী — সুদীর্ঘ রাত জাগে।
খেয়ালী মনের সেই পীড়িতেই তোমার সুখ আমার সুখ — এক সুরেতে বাঁধা,
তাইতো বলি হোলির স্রোতের কামুক মন — প্রলয় অলয় ছন্দ লয়ে অন্তমিলের ধাঁধা।