T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় মনীষা কর বাগচী
by
·
Published
· Updated
আমার রবি ঠাকুর
সারারাত দুজনে ভেসেছি নৌকায়,
কি ভীষণ স্বচ্ছ সেই জলময় প্রেম !
ফুটে আছে পদ্ম অম্বর জুড়ে লাল নীল
ভালোবাসা মাখিয়ে রেখেছে পূর্ণিমার চাঁদ…
ঝিলের শরীর জুড়ে শেওলাদের প্রণয়
উত্তাল করেছে তাকে দক্ষিণা পবন
শুনিয়ে চলেছে সে আমাকে তাঁর প্রিয় গান
তরুণ তরুণী চোখে চোখ রেখে, যাপন করে চলেছে প্রেমময় সুর…
আকুল প্রাণ কাঁদে
এত ভালোবাসা সে রাখবে কোথায় ?
শুধু যেন হারানোর ভয়
“সখী ভাবনা কেন করো, তুমি যে আমার কাদম্বরী, তোমার জন্য মরতেও পারি”,
কপাল চুমিয়া কয় রবি ঠাকুর
আহা ! সুখ সইল না ভাগ্যে আমার, তখনই নিশি হল ভোর।