“এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো” বিশেষ সংখ্যায় মেরী খাতুন

শ্রাবণের কালো মেঘ
ঘন কালো আঁধারে ছেয়ে গেল চারিদিক
শুরু হলো মেঘেদের গুনগুন,
ধরণীর বুকে যেন সুখের বার্তা নিয়ে
নেমে এলো বৃষ্টি রুনঝুন।
মেঘের গ্রীবা ছুঁয়ে নেমে যায় শ্রাবণ ধারা
আত্মজ সন্ধ্যায়,জড়িয়ে গায়ে গায়।
মনের দিগন্তে যে এসে দাঁড়ায় রোজ,
বৃষ্টির পদাবলী শুনে সে-ও ঘুমিয়ে পড়ে
বুকের সরোবরে!
আটপৌরে বৃষ্টির গন্ধ হেঁটে আসে
বুকের বারান্দায়,
মেঘের চিরকুট সঞ্চিত ক্ষোভ ও চঞ্চলতা
লাজুক সম্ভাষণে ঝরে যায়।
ঝমঝম ঝমঝম।
ঘুমের মন্ত্রণা জাগিয়ে উড়ে গেছে-
যে পাখি চন্দ্রচ্যুত আলোর আকাশে,
স্বাধীনভাবেই মেলেছে ডানা।
কোথায় জানিনা।
ওড়ার ছন্দে,নিজের গন্ধে,
ডানা ঝাপটিয়ে চলছে তাদের পথ নিরন্তর।
বিদ্যুৎ চমকে ওঠে দূর আকাশে সন্ধ্যার নীলে
ছায়া ঘেরা বাড়িটা ছেয়ে যায়
শিরশির বাতাসে ঝিরিঝিরি বৃষ্টির ছাট এসে
উড়ে যায় বাদামী চুল যেন-
শ্রাবণের মেঘের সাথে দিগন্তপানে
ভেসে চলে যায় দূর এক দেশে
সবুজ যেখানে আছে শুধু তারই অপেক্ষায়।