চেতনার মাটি ফুঁড়ে উদ্ভিন্ন সবুজ আজও মায়ামুখ
অপলক স্নেহদৃষ্টি মেলে পেতে দেয় নদীর মাদুর …
আয় তুই স্বপ্নিল কিশোর পান কর ডিঙি ঢেউ ছায়া
ভেসে ওঠে চল্লিশ বছর শিবু মাঝির হালের ঝিঁকায় …
মলু নানা ভাদ্র জোনাকে গান ধরে দামুশের পারে
দাঁড়া ভাঙা পানির কল্লোল ধান পাট গেরস্থ ডোবায়
শোন্ হেনা খালার নূপুর অন্ধকারে নদী তীরে যায় …
সব …সব ছবি চোখে ধ’রে কোনো শঙ্খচিল ওড়ে
সন্ধ্যার ডঙ্কায় ঘোর নিদ্রাভঙ্গের বেজে ওঠে তাল …
সেই শব্দে পৃথিবীর বিগত শতাব্দীর আশ্বিনের ফাঁপি
বেঁচে আছে দেখলাম নিথর ভৈরবের তির তির ঢেউয়ে
আয় তুই স্বপ্নিল কিশোর কোন কিছু হারায়নি তোর।