|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় মেরী খাতুন
by
·
Published
· Updated
রঙ
শৈশবের পাতাঝরা দিন,
প্রতিদিন বেদনায় হাওয়ায় মিলায়,
আর কত কথা ব্যাথাতুর মনে
ক্ষণে ক্ষণে জেগে ওঠে সদ্য বিধবা মেয়েটির।
মেয়েটি তাকিয়ে একমনে—
একটু আগে বৃষ্টিতে ভিজেছে ফুটপাত
মানুষের পায়ের শব্দ, নোংরা,
চলাচল,ধুয়ে গেল সব—-
মেয়েটি দেখে —-
তার মনের ভিতরে যে মন
সেখানেও একদিন বেজেছে পায়ের শব্দ •••••
দেখেছে স্বপ্নের নানা রঙ,
একটা ছোট সংসার, দুঃখ সুখের বিনিসূতোর।
যে রঙে ধরে রাখতে–
কপালে মুঠোভরে সিঁদুর মেখেছি;
পায়ে মুছে যাওয়া রঙে বারবার আলতা রঙ;
হাতে সাজিয়েছি দামি নক্সার মেহেন্দি;
তবু আজ,
পোশাকের সাদা রঙ–
আমার অর্থ প্রচার করে রঙের শহরে
নির্জন বিধবার রূপ।
কেন আজ তার সাজ বিধবা?
সাদা শাড়ির আঁচলখানি উড়ে যায়
বসন্তের বাতাসে•••••
শুধু একজনের চলে যাওয়াতেই—-
সাদা রঙের সঙ্গে আমার যুদ্ধ শুরু
সাদা কেন সাদা? কেন সাদা সাজ?
তাকাও হে সৃষ্টি কর্তা—–
তাকাও—-আমার দিকে,দাও সাহস
রাঙিয়ে দিয়ে যাও—-
শান্তিপুরের ধনেখালির রঙে।
জীবন পরিক্রমায় রঙধনুর সাতটি রঙ
যেন বারবার ঘুরে ফিরে আসে
রচিত হয় এমন এক বর্ণিল জীবন আমার
কখনো সুখ কখনো দুঃখের বাতাসে।