|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় মেরী খাতুন
by
·
Published
· Updated
একুশে ফেব্রুয়ারি
মনে পড়ে বাহান্নোর একুশে ফেব্রুয়ারি-
লাখো বাঙালির কাতর চিত্তে করুণ আজাহারি,
একুশ তুমি বাংলার মানুষের
হৃদয় ভরা আশা,
তোমার কারনে পেয়েছি আজ
কাঙ্ক্ষিত মাতৃভাষা।
রক্ত ঝরালো সালাম,বরকত, রফিক, শফিক, জব্বার,
বাহান্নোর সেই করুণ কাহিনী
মনে পড়ে বারবার ।
বাকরুদ্ধ হয় নি সেদিন,
সয়েছে শত অত্যাচার।
হায়নাদের লেলিয়ে দেওয়া পুলিশ
নির্বিচারে ছুড়েছিল গুলির বাণ,
পাখির মতো লুটিয়ে পড়ে
অনেক তাজা প্রাণ-
এনেছিল বাংলা ভাষার সর্বোচ্চ সম্মান।
শত তরুণ ভাইয়ের রক্তে
রাঙা একুশে ফেব্রুয়ারী
মাতৃভাষা দিবসে আমারা
তাঁদেরই স্মরণ করি।
জাতি ধর্ম,বর্ণ ভুলে ভাষার জন্য প্রাণ,
অকুতোভয় বীর বাঙালি করে গেছে দান।
ভিন্ন ভিন্ন ভাষা তবুও, মায়ের ভাষার সুখ
সব দেশেরই,সব মানুষের ভরিয়ে দেয় বুক।
একুশ এখন নয় শুধুই আমাদের দিবস
এতো এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
আমার ভাইয়ের রক্তের লেখা আজ
এই একুশের নাম
শত সালাম তাদের, হাজার সালাম।