T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় মেরী খাতুন
by
·
Published
· Updated
পৌষ সংক্রান্তি
পৌষ সংক্রান্তির রাত—
জয়দেবের মেলা,আনন্দ উৎসবে কাটে বেলা।
বহুলোক যাবে গঙ্গায় পুণ্যস্নানে !
মনস্কামনা পূরণের আশায়
যারা করছে মানৎ মনে মনে।
ছাউনিতে বসেছে কীর্তন, বাউল ও টুসু জাগরণ,
সারারাত গান শুনে হরষিত মন।
মকর সংক্রান্তির স্নান সেরে,টুসু পূজা করে
সূর্যোদয়ের আগে রাখি আঙিনা আলপনা ভরে।
পৌষ মাসে পিঠেপুলি, মহা ধুমধাম
ঘরে ঘরে পিঠে গড়ে, ধন্য পল্লীগ্রাম।
দুধপুলি,পাটিসাপটা ,নারকেল আর গুড়
মালপোয়া, ময়দা,আটা,তিল দিয়ে গড়ে পিঠা কেউ
সারা গায়ে বয়ে যায় আনন্দের ঢেউ।
মণিহারীর দোকান কত,বসেছে সারিসারি,
পুঁথির মালা,কানের দুল দেখতে সুন্দর ভারি।
চুড়ি বালা কত খেলনা কিনতে ইচ্ছে হয়
দাম শুনে মাথায় হাত,কিনতে লাগে ভয়।
হাসির চেয়ে কান্না দামী–
আজকের মেলার ভিড়ে,
বসেছে মকর সংক্রান্তির মেলা
অজয় নদীর তীরে। ।