ছেলেটির সপ্রতিভ উত্তর – তিনি আমাদের জাতীয় সংগীতের স্রষ্টা । তিনি বিশ্বকবি ,তিনি গীতাঞ্জলির জন্য নোবেল পুরষ্কার পেয়েছেন এবং আমরা তাঁকে অনেক সময় গুরুদেব বলে ডাকি ।
উত্তর গুলোতে যে অনেক ইংরেজি শব্দ মিশে ছিল সে কথা বলাই বাহুল্য।
ছেলেটিকে বললাম – ওহ্ শুধু এটুকুই !
সে বলল – না আরও কিছুটা আছে..
– যেমন ?
– যেমন আমার মা যেদিন হাসি মুখে থাকে তখন গুণগুণ করে যে গান করে সেটা ওঁর লেখা, আবার মা যেদিন চোখের জলে থাকে তখন ভরাট গলায় যে গান করে সেটাও ওঁরই লেখা ।
– তবে তো তিনি শুধু তোমার মায়ের মনেই আছেন, তোমার কাছে কেবলই তথ্য ভান্ডার ! গুগুল ঘাঁটলেই যে কেউ বলে দিতে পারে !