কবিতায় পদ্মা-যমুনা তে মোঃ ইমদাদুল হক মিলন

জল যাতনা
অঝোর ধারায় বৃষ্টি ঝরছে
বৃষ্টি বন্ধনে ভিজছে কাক যুগল
স্নেহ পরশের বৃষ্টি, আদুরে আখ্যানের বৃষ্টি।
ভিজেছিল কাক,ডাহুকের ডাক
চর্যাপদের চর্চিত পদে,মিথলজি ছন্দে মন আনন্দে।
পাতারা হাসছে, এমনি করে ভাসছে প্রজন্ম
পরম্পরার খেলা,হৃদ আকাশে ভাসছে যবে
চাঁদের ভেলা,পুনর্জন্মের খেলাঘরে।
জলের জ্বালা মেটাবে মাছ।
ময়ুরাক্ষী মীনাক্ষী মীন কূলে
এ কূল ও কূল থরে বিথরে
জন্ম প্রহরে জল যাতনার মেটামরফোসিসে।