T3 || প্রভাত ফেরি || বিশেষ সংখ্যায় মতিউল ইসলাম

সব পাখি নিড়ে ফেরে
প্রভাত চৌধুরী আমার কাছে একটা খোলা আকাশ,তাঁর কবিতা যতোই পড়ি আমার মনের ভেতর সিংহ দরজা খুলে যায়,একগ্লাস জলে নির্জন কুয়োর সন্ধান পেলে আমি ও সেই দিঘী জলে অমরত্ব খুঁজতাম।
ইচ্ছে ছিল জল মন্থন করে অমৃত এনে কবি কে দেব,শীতল দিনে কবি সব পেয়েছির দেশে।কতো অপূর্ণ আশা নিয়ে জীবনযাপন করতে হয়।
দূরাভাষে কতোবার আমন্ত্রণ, যাচ্ছি যাব করতে করতে পথ বেড়ে যায়।
যাও কবি মরণের শীতল স্পর্শে
তোমার উষ্ণতা ছড়িয়ে দাও
ঈশ্বরের বাগান বাড়ি।
বাগানের আপেল বৃক্ষে
বুড়ো কোকিল ক্লান্ত হয়ে পড়লে
তোমার কবিতা আলো ছড়াক অমৃতলোক ।