কবিতায় মিলন ইমদাদুল

প্রেম ও বেদনার গল্প
সমুদ্রের ঢেউয়ের মতো উত্তাল জীবন আমার—
আছড়ে পড়ি ক্ষণেক্ষণে—পৃথিবীর ওপারে
যেখানেই যাই—যে প্রান্তেই যাই—দেখি
পৃথিবী করেছে আমাকে পর—হারিয়ে ফেলি
যুগে-যুগে বেঁচে থাকার একমুঠো অধিকার।
নদীর কাছে যাই—শুনি প্রেম ও বেদনার গল্প
হৃদয় সিক্ত হয়—ভুলে যাই ঘরহীন সম্বলহীন,
ছায়াহীন—আঘাতজনিত ব্যথার প্রহর!
যে শহরে কোনো প্রেম নেই—প্রেমিকা নেই
সে শহর মানুষের বসবাস অযোগ্য,অপবিত্র।
ছুঁটে গেলাম—পাহাড়ের পাদদেশে—
পাহাড় আমাকে মাটির আইন শেখালো—দেখি
মানুষ দিনেদিনে ধ্বংস করছে সবুজ প্রকৃতিকে
উজাড় করছে বনভূমি, সবুজ মাঠ—গাছপালা।
এসব হিংস্র জীবনের হিসাব মেলাতে মেলাতে
কখন যে ফুরিয়ে যায় বেলা—চলে যেতে হয়—অনাকাঙ্ক্ষিত পথে; সময়ের কারাগারে!