• Uncategorized
  • 0

কবিতায় বলরুমে মাহামুদাল হাসান

শূন্যতার মিনারে

স্বপ্নের বেগুনি রঙ ছুঁয়ে দিতেই
আধভেজা চোখটা চিকচিক করে ওঠে
পাশের চেয়ার ছুঁয়ে কারা যেন তারা গুনছে !
অথচ বেপরোয়া রঙে অবসন্ন তুলি
ক্রমান্বয়ে ছুটে চলেছে শুন্যতার মিনারে
একটা সরল পথের বিপন্ন বাঁকে;
শুকনো পেটে জাহাজের মাস্তুল এঁকে ফেলি,
ধীরে ধীরে অকৃত্রিম আলো হাঁটতে হাঁটতে
নোঙর করে; সবুজ মাঠের স্বপ্নে বিভোর হয়
আর আমি তখন বিন্দু আক্ষেপের অহংকারে স্বপ্নের স্বেচ্ছামৃত্যু দেখি।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।