কবিতায় পদ্মা-যমুনা তে মোস্তফা হায়দার

নোনা জলের ঢেউ বয়ে যায় বায়োস্কোপে
এক- রতি খেলায় গন্দমের সব দোষ!
আড়াল নায়কের কান্ডই ছিল বাহাদুরি
একমুঠো মাটির কাছে মাটির মিশ্রণমিলন
বন্ধু তুমি গেঁথে দিলে বিশ্বাসের এক আস্ফালন!
রাতের পোষাক খসে যাচ্ছে টানাটানির সম্মোহনে
দু আঙুলের ফাঁক গলে আজ যাচ্ছো চলে জলের কাছে
আমার পাখায় কে বা দিবে শান্তি সুখের মিহিবাতাস
বন্ধু হতে হারিয়ে যাচ্ছি ভোগবাদিতার হালখাতায়!
চশমার ফ্রেম গলে নোনা জলের ঢেউ বয়ে যায়
হাতের তালুর কররেখাতে ভাসছে ফুলের সুবাস
যুগান্তরের মাঠ পেরিয়ে ভাসছে দেখো রাঙাচোখের জল
বন্ধু হওয়ার শক্তিখানি কে দেখেছে বায়োস্কোপে!
চুলের গোড়ায় ভাঁজ পড়েছে সাদা রঙের খোঁপার ছলে
ঘাড়ের কাছে সোহাগ রেখে বিশ্বাস হারায় আপন কলে!