কবিতায় পদ্মা-যমুনা তে মোস্তফা হায়দার

বিড়ালগুলো টেবলেট চুষে
মানুষের পৃথিবীতে অমানুষের চাপে
নারী-পুরুষ, শিশুর চরিত্রে হাসে
কাসুন্দিমাখা ছন্দের দোল!
ভূগোলখোলা চরাচরে মানুষের নৃত্যে
পশুপাখি গান ধরে বেহায়াসুরে
কীটপতঙ্গের আসরে বাজে ঢোল।
মানুষের ঘাড়ে বসে কুকুরগুলো হাসে,
বিড়ালগুলো টেবলেট চুষে
উন্নয়নের আঁকে না নকশা
কাহারে শোধাবে কে!কাহার সংসারে
বললে দালাল- ক্ষেতখামারে
ইঁদুরগুলো বসায় জলসা।
ঝিঁঝিঁ পোকার চিৎকারে নড়ছে তথ্তশালা
ভেঙে চলেছে রাজপ্রাসাদের রঙ্গশালা!