আশা -ভালোবাসায় মাতৃভাষার সম্পৃক্ততা থাকবেই
মুখের কথা কাইড়া নিতে কেউ এসো না সামনেই।
দেশের কথা দশের কাছে চিনিয়েছেন যিনি
মাতৃভাষা বাংলা- কবি হাকিমের মাধ্যমেই চিনি।
`বঙ্গবাণী’ রক্তে আমার জাগছে নিরব বাতায়নে
ঋণ শোধে বাংলা যাপন চলুক বাঙালীর মননে।
বাংলা এখন বিশ্ববাসীর- মাতৃভাষা বিশ্বব্যাপী
নন্দনজোড়ায় খোদার দান এটাতে বাঙালী হ্যাপি!
জাতের কাছে জাত থেকে যায় ভাষার ক্বদরে
বাংলায় কথা, বাংলায় হাসে, বর্ণমালার চাদরে।
রক্তের কাছে সব হেরেছে, জয় হয়েছে বাংলাভাষার
সরকারী সব কাগজ পত্রাদি হোক অ আ বর্ণমালার।
ভাষার মাসে ভাষাকে দিতে হবে আসল পরিত্রাণ
বর্ণমালার অন্দরে ঝিঁয়ে রাখি বাংলা ভাষার সম্মান।