জানিনা কোন সে অতীতের কোন প্রভাতে
তোমার সনে দেখা হয়েছিল সূর্যোদয়ের সাথে।
মনে হয়েছিল তোমাকেই যেন খুঁজিয়া চলেছি যুগে যুগে
তোমারই তরে গাথিয়াছি ফুলহার অনন্ত নিশি জেগে।
পরেছ গলায় লাজনত আঁখি অমূল্য সে উপহার
তোমাকেই শুধু বেসেছি ভালো যুগে যুগে অনিবার।
সেদিন ছিল বোধহয় চোতফাগুনের মাস
দক্ষিণা বাতাস ছিল ছিল বকুল পারুল রজনীগন্ধার সুবাস।
তোমার চোখে দেখেছিনু প্রশান্ত সাগরের গভীরতা
সাধ জেগেছিল অতলে ডুবিয়া খুঁজিয়া আনিতে মুক্তা।
অনাদি অতীত হতে খুঁজিতে খুঁজিতে দেখা পেলাম শেষে
কত বিরহবিধুর রজনী পেরিয়ে দেখা দিলে অবশেষে।
তোমার আমার এই যুগল প্রেমধারা যুগ যুগ ধরে
ভাসিয়া চলেছে কোটি কোটি প্রেমিকের মাঝে এ বিশ্ব সংসারে।
সেই চিরন্তন প্রেম বাধিয়াছে বাসা সকল প্রেমিকের মাঝে
নিয়ে নিখিলের সুখ দুঃখ মিলন মধুর লাজে।
সেই অনাদি কালের প্রেমধারা আজি অবসান লভিয়াছে
শতধা বিকশিত হয়ে কোটি কোটি প্রেমিকের মাঝে।
জগতের সকল প্রাণের গীতি সকল সুখ দুঃখের স্মৃতি
সকল প্রেমের মাঝে মিলে হয়েছে অমর প্রেমের গীতি।