মার্গে অনন্য সম্মান মন্মথ হালদার (সর্বোত্তম)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৬
বিষয় – মনের মানুষ / ঈদ
মনের মানুষের লাগি
দূরদেশে প্রবাসী আনমনে কাটিত উদাসী
বিরহানলে দহিত প্রাণ,
সুখ-দুঃখের স্মৃতি কত হৃদয়ে জাগিত সতত
ব্যাকুলি উঠিত তাপিত মন।
আলো আঁধার মিশে খেলিত চারিপাশে
হৃদয় উঠিত উছসি,
গহন বিষাদ মাঝারে বায়ু ডাকিত আমারে
ঝরাপাতা পড়িত নিশাসি।
ভাবনা হৃদয় মাঝারে খেলিত কত আকারে
নয়নে কত ছায়া ভাসিত,
বাগানে কুসুম কলি লাজে আঁখি পুট মেলি
চুপিসারে আমারে ডাকিত।
গহন ঘুমে নিতি জাগিয়া উঠিত স্মৃতি
বিরহ পুরিত শয়নে,
বিহগকুল ডাকিত বৃক্ষ শাখায় কত
কুঞ্জে কোকিল স্বননে।
চাহিয়া আকাশ পানে গাহিতাম আপন মনে
মনের কথা কি সেথা লেখা,
অসীম পারাবারে দিবস রজনী ধরে
খুঁজিয়া পাব কি তার দেখা?
বিরহ পুলিনে তার নাম বায়ুসনে শুনিতাম
ঘনমেঘে ঢাকা ঐ গগনে,
পাতার মর্মর ধ্বনি বুঝি তার কিঙ্কিনি
কার চরণ ধ্বনি কাননে?
নির্জনে তারে আঁকিতাম মনে ধরে রাখিতাম
মধুর বিরহ ছায়াতলে,
কখনো ম্লান হাসি তার মুখ উঠিত উদ্ভাসী
সুখের ব্যাথা হৃদয় তলে।
বিরহ আজি অবসান স্বপন-দেবী অন্তর্ধান
বিরহ দাবানলে গেল জ্বলে,
নাই সে মধুর মায়া নাই সে কল্পছায়া
হারিয়ে গেল আকাশ তলে।