T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় মালা ঘোষ মিত্র

স্পন্দন
নদীর কোলে আলেয়া, গুমোট অন্ধকারে
চিংড়ি খোলস পাল্টাচ্ছে,
কাঁকড়রা গর্তের ভিতর,
বুঝতে পারছি না বড়ো, ছোট,
দিগন্তরেখা চমৎকার, উদাস করে—-
পাকুড় গাছে বাদুড় ডানা ঝাপটায়,
একটা কুকুর মরে পড়ে আছে,
বাচ্চাগুলো করুণ সুরে কাঁদে
পর্ণমোচী গাছের নিচে রোদ্দুর এসে যায়,
ত্রিকোণ পার্কে রবিঠাকুর দাঁড়িয়ে,
কতবার স্পন্দন পাই আর
সূচকের কাঁটা ওঠানামা করে।
ময়দান জুড়ে ফুলের শোভা,
কার অপেক্ষায় বসে আছে ব্রজসুন্দরী,
আলপথ বেয়ে নেমে আসে মধুর রাত—–।।