T3 || ঘুড়ি || সংখ্যায় মালা ঘোষ মিত্র

নিশানা
লড়াই করছি নিজের সাথেই
কাগজের ঘুড়ি, রঙিন ঘুড়ি,
চাঁদিয়াল, পেটকাটি, মোমবাতি
নিয়ে আনন্দেতে ভাসি—-
মাঞ্জা দেওয়া, লাটাই—-
বিশ্বকর্মা পুজোর দিনে
ঘুড়ি নিয়ে জমবে বেশ,
আসবে, দেখবে
কত ঘুড়ি আকাশ দিয়ে
মনের সুখে যাচ্ছে উড়ে,
জীবন কেন মাঝে মধ্যে
ঘুড়ির মতো ভোকাট্টা—-
আছড়ে পড়ি অথৈ জলে,
নিশানা সঠিক না হলে
ভুল পথে হেঁটেই মরতে হয়।।