কবিতায় মালা ঘোষ মিত্র

চাবি
এতটা জৌলুস ছিল বলেই
নদী পাড়ে ভিড় বাড়ে,
সূর্য উত্তাপ থাকে চুম্বনের ফাঁকে
নিশি ডাকের মতো শব্দের বাসনা।
প্রতিশ্রুতি এসে পড়ে—–
কুবোপাখি ঠিক ডেকে ওঠে
চেনা সুরুপথে সুখ ডুবিয়ে থাকে।
পায়ের নূপুর চেনা সুরে বেজে ওঠে।
হারিয়ে যেতে যেতে—–
ঠিক চাবি পেয়ে যায় তালা,
তখন মন জুড়ে কেবলই ছাতিমের সুবাস
মাধুকরী হয়ে ওঠে মন।।