কবিতায় মেখলা ঘোষ দস্তিদার

মহামানব
এক কাপড় এক খড়ম
হারিয়ে যায়
আধুনিক প্রচ্ছদে-
উইয়ের দাপটে পরিচিত অক্ষর
বর্ণ পরিচয়ের শেষ কৃত্য-
সমগ্র বাঙালি জাতির লজ্জা
বোধোদয় নয় অস্তগামী চেতনা,
কান পাতলে শোনা যায়
সাগরের মর্মভেদী হাহাকার
হে ঈশ্বর,
তোমার সৃষ্টি
বিদ্যা বোঝাই জাহাজ আজ বিপর্যস্ত-
উদ্ধার করতে ফিরে এসো আবারো
অন্ধকারে আলো জ্বালাতে
শিখার ঔজ্জ্বল্যে শিক্ষাকে স্রোতের অনুকূলে ফেরাতে,
তোমার নামে মঞ্চ-সভা-অনুষ্ঠান
জ্ঞানের বুলি দেখনদারি আবহে
অথচ প্রকৃত তেজোদৃপ্ত মহামানবের খোঁজে তৃষ্ণার্ত মন দিশাহারা-
ঘুণধরা সমাজে আজ
ছন্ন রীতি-ছিন্ন নীতি-সাংস্কৃতিক মোচ্ছব,
শূন্যতার পুর্ণতায় অপেক্ষায় থাকি
হে আলোর দিশারি
শুধু তোমার নামে
বাংলা সাহিত্যের বর্ণময় বিচ্ছুরণে
আমরা উদ্দীপিত হই
বারেবারে সমৃদ্ধ ও হৃদ্ধ,
শুধু তোমার নামে
নারী থেকে অসহায় দুখীজন
আজো তোমার দ্বারস্থ হয় নির্দ্বিধায়,
হে লৌহ পুরুষ
শুধু তোমার জন্যে
বেঁচে থাকা আদর্শ- সত্যের পথে
পাড়ি দেওয়া করুণাঘন বিন্দু ধরে মহাসিন্ধুর বুকে
যেখানে তুমি চির বিরাজমান
প্রত্যুষ বিভায়
হে দীনবন্ধু।