কবিতায় মেখলা ঘোষ দস্তিদার

নারী মানে
নারীর ভিতর স্নেহ কোমল স্বভাব
সৃষ্টি জুড়ে তারই সুবাস ভাসে
সময় এলেই দেয় যে উচিৎ জবাব
শব্দ বুনে মুক্তো ছড়ায় আশে
শত বাধায় হারায় নাতো মেজাজ
ধৈর্য রেখে সঠিক পথেই হাঁটে
যতই আসুক আগুন জলে ভেজা
সহ্য করেও খুশির রং বাটে
ধার ধারে না বিবর্ণ সব বাতিক
উড়িয়ে দিয়ে উড়ো কথা কিছু
তৈরি থাকে প্রমাণ নিয়ে খাঁটি
সত্য জানে মিথ্যে হটে পিছু
হালকা হাসি চোখের গভীর ভাষায়
পলক দেখে সোহাগ সবুজ তৃণ
কলম সায়ীর লেখায় ভালোবাসা
নারী মানে ত্যাগ স্বীকারের দিনও।