কবিতায় মেখলা ঘোষ দস্তিদার

অলৌকিক
দেখতে দেখতে পূজা এলো
মৌ মৌ স্বরে
দুখ বেহাগে মনের ছবি
প্রতি ঘরে ঘরে
আকাশ জুড়ে তারায় তারা
আছে তার নাম
দেখবে চেয়ে নীরব একা
মুখরিত সাম
বাবা মায়ের বেদনা দিঠি
চোখ ছলছল
পাগল প্রায় ভগ্ন হৃদে
সিক্ত আঁচল
মণ্ডপে ঢাক ঢমাঢম
খুশি খুশি রব
মন্ত্র ধ্বনি উপাসনা
আলো উৎসব
প্লাবন থেমে আঁধার কাটে
সুখ সমাচার
সবই যেন মিথ্যে লাগে
দুখী পরিবার
দেবী দুর্গার প্রাণ দানে
অলৌকিক হোক
আশার বাতি উঠুক জ্বলে
নিভিয়ে যতো শোক।