T3 || ঘুড়ি || সংখ্যায় মেখলা ঘোষদস্তিদার

ভোকাট্টা
মেঘের
ছবি শুভ্র নীলের শরত আকাশ দিনের
শিশির
সিক্ত ঊষার দ্বারে সোনার ঝলক তৃণে,
নদীর
স্রোতে সময় কথা বুক যে ওঠে দুলে
শিউলি
ঝরা উঠোন বাঁকে আবেগ গন্ধী ফুলের,
খুশির
তানে বাতাস ফেরে সেতার কোমল সুরে
পদ্ম
ফোটা শালুক জলে তরঙ্গ নূপুরের,
ছাদের
পরে চিহ্ন আঁকা শূন্য স্তব্ধ ক্ষণ
মাঞ্জা
লাটাই হারিয়ে গেছে স্মৃতির ভারে মনও,
বগ্গা
নিয়ে প্যাঁচ মারতিস পেঁচিয়ে চাদিয়াল
যেতিস
জিতে চমক দিয়ে, ক্ষেপতো ছেলের পালও,
কিন্তু
সেসব গল্প কথা ধূসর যাপন কাল
এখন
দেখি মুঠোফোনে উল্টে গেছে হালও,
বাঁধন
ছেঁড়া পল্কা টানে ভোকাট্টায় ইচ্ছে
জীবন
খেলায় হেরে গেলি আলপিন তো বিঁধছেই।