কবিতায় মেখলা ঘোষদস্তিদার

অনুভবে
শহর যখন ঘুমিয়ে পড়ে
স্তব্ধতা ঘুরে বেড়ায় অশরীরীর মতন
নিশুতি রাতের পরিচ্ছদে
গল্প লেখে নৈঃশব্দের কলম
নির্জন শুনশান সড়ক,
মনের অগোচরে ঢুকে পড়ে
নীরবতার অন্দরে…
ছয়-সাত বিছানায় একাকীত্ব
আঁকড়ে ধরে
এপাশ-ওপাশ…
বন্ধ পাতার নীচে ছটফটে তারা
একক যাপন
কথা শোনে না মন
অস্থিরতা ঘর থেকে বাইরে
নিয়ে আসে…
নিশিপক্ষীর ডানায় ছড়িয়ে পড়ে
ত্রিফলার আলো
বেমিশাল ভাবনা চৌহদ্দি পেরিয়ে
আকাশের ওম ছুঁতে চায়-
আধখানা হৃদয় খুঁজে বেড়ায় সম্পূর্ণতা-
মধ্যযামের অনুভবে টের পাই
নিঝুম দৃষ্টিতে
আমার নিঃসঙ্গতা…
সঙ্গ দেয়-
সঙ্গীহীন ব্যথাতুর স্পন্দন।