কবিতায় মঞ্জিরা ঘোষ

নির্বাপিত আকাঙ্ক্ষার চৌকাঠে দাঁড়িয়ে
হয়তো না চাইতে পারার অভ্যেস থেকেই
জীবন বা মরণের কাছে, নিজের জন্য
কিছুই চাইতে পারিনি কখনও।
দেখেছি, জীবনের দুয়ারে সহস্র শরণার্থীর ভিড়।
কেউ আশ্রয় চাইছে, কেউ বা জীবনের
বিবর্ণ রঙে, রঙের প্রলেপ চাইছে।
অথচ, জীবনের অভিধানে পূর্বাপর একটাই বার্তা
‘মেনে নাও আর মানিয়ে নাও ‘
পূর্ব পরিকল্পিত পথ থেকে একনিষ্ঠ জীবন
সরে দাঁড়ায় না একচুলও।
আমি, মনের কোলাজে প্রতি মুহূর্তে
গোলাপ জল আর চন্দনের প্রলেপ দিয়ে
অন্তরাত্মাকে বিমুক্ত রাখতে চেয়েছি
ষড়রিপুর উগ্র আকাঙ্ক্ষা থেকে।
পাবো পাবো লোভ থেকে,
পেতে পারি আকাঙ্ক্ষা থেকে,
কেন পাবো না অভিযোগ থেকে
মুক্ত হয়ে, মুঠোর মধ্যে ধরে রেখেছি
কিছু নিজস্ব ভাবনা।
স্রোতহীন, গোত্রহীন, অরক্ষণীয়া কিশোরীর মতো
সব বিপর্যয় না মেনে
বরং নির্বাপিত আকাঙ্ক্ষার চৌকাঠে দাঁড়িয়ে
সদর্পে অনিবার্য মৃত্যু’কে যেন বলতে পারি,
“মরণ রে তুহু মম শ্যাম সমান ‘।