সাতে পাঁচে কবিতায় মন্দিরা ঘোষ

আওয়ার ডেস্টিনি
নব্বই থেকে একলাফে শূন্যে ভেসে গেলে মুখরা হয়ে পড়ে আত্মবিশ্বাস।
নব্বইয়ের অপ্টিমিজমের অন্তর্বাস ঢিলে হয়ে ঝরে পড়ে
গুঁড়ো ট্যালকম পাউডার এখন যা বডিস্প্রের এক্স ফ্যাক্টর।
ক্যাফেটরিয়ায় কফির ফেনার তলায় সটান ডুবে থাকা আঙুল
সেই আশির দশকের ঢোলা ইজেরটির যার কফির সাথে সখ্যই
গড়ে ওঠে নি কখনো।
যে কোন ম্যাগনিটুডের সামনে দাঁড়ালে নিজেকে
ছোট দেখাটা স্বাভাবিক।
ক্ষুদ্র মারণভাইরাস আমাদের হাঁটু গেড়ে বসতে শেখালেও
বিরত করতে পারেনি ট্যাবু ছিড়তে।
অসহায়তার গালে মাছি বসলে ফ্রিজার পয়েন্টের ক্যালকুলাস
হাতকে অসার করে। প্রতিবাদের সিম্পটম খুঁজে না পেলে
মিনারেল ওয়াটারে ব্যাকটেরিয়া নিয়ে মুখর করা সন্ধের টেবিলে
লিকার চলকে ওঠে।ঘেমো হাতের এঁটোরা মিশুকে হয়ে যায়
যারা একটু আগে হ্যান্ড স্যানিটাইজারে ঠোঁট ধুয়েছিল।
ধোঁয়া উড়িয়ে উড়িয়ে গ্রুপবাজির কেচ্ছা
লম্বা হাতের অধিকারে কনিয়াক সিপ।
ফলতঃ লিংক ফেলিওর হলে ফলতে থাকা কর্মফলে
কোন পাখিজন্ম হয় না।একটা বন্ধ্যা দিনের মত
হ্যাসট্যাগে
#অবসাদশূন্যতাআওয়ারডেস্টিনি