দিব্যি কাব্যিতে মন্দিরা ঘোষ

লোনা জল
আমাদের অবকাশে নদীর বিকেল
আমাদের ছুঁয়ে থাকে কথার সোপান
গভীরে নেমেছি যত চাঁদের আগুন
মেখেছি অসুখ আর নিরাময় ঘুম
কোথাও কি থেমে গ্যাছে জীবনের সুর
কোথাও কি উচাটন শরীর স্বজন
ভেসে গ্যাছে নদী আর চোরাবালি ঘর
এলোমেলো ইতিহাস ধূসর ভূগোল
আমাদের মাঝে শুধু প্রথাভাঙা জল
বিষাদ রেখেছি চেপে লবনাক্ত ঠোঁটে
চেনা স্বর কেন তবু অচেনা ভীষণ
দিনরাত ডুবে যায় মিথ্যের আবেশে
ফিরে আসে ফিরে যায় মেঘ জল রোদ
লোনা জল বাসি হয় চোখের ভিতর