T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় মহীতোষ গায়েন

সাঁকোটা দুলছে
সাঁকোটা দুলছে খুব,কোথাও কী হাওয়া বইছে?
কী করে পার হবে মানুষ,এ’তো বাদলের হাওয়া
নয়,মন ও মননে দোলা দেয় আঘাতের হাওয়া।
সাঁকোটা দুলছে,জোর করে হৃদয় চেপে ধরো…
খাদে পড়ে গেলে উঠতে পারবে না,কেউ খুঁজে
পাবে না,সারা শরীরে বইছে বদলের হাওয়া।
সভ্যতায় আঁধার নেমে এলো,রাখাল বালকেরা
ঘরে ফিরে গেছে,পাখিরাও ফিরছে ঘরে,মনের
দেওয়া নেওয়া অনেক বাকি,সাবধানে থেকো।
বিস্ময় আর অবসাদের ছায়ায় নিজেদের আজব
ভূতুড়ে মনে হয়,সুখের বাগানে বিপদের হাতছানি;
আবার একটা যুদ্ধ বাধবে,হরতাল হবে রাস্তায়।
শরীরে ফোসকা পড়ে যায়,দহনের জ্বালা তুমি কী
পারবে বুঝতে,তুমি কী পারবে অন্য পথ চেনাতে?
এ’-পথে মারাত্মক ভয়,ফিরে যাও,সাঁকোটা দুলছে।
এ’-পথে একটাই সাঁকো,একটাই খোলা আছে পথ
কাছে যাও,মেশো,ভালোবাসো অবিরত,পথ চেয়ে
আছে পথের দিকে,সাঁকোটা দুলছে,সাবধানে থেকো।