দিব্যি কাব্যিতে মলয় গোস্বামী

ফেলে দেওয়া বই

একটা ইতিহাস বই
ফেলে দিয়েছিল কেউ ছাইয়ের গাদায়
একহাজার বৃষ্টি, রোদ… দু’তিনশ টর্নেডো, ঝড়
পচাপাতা, ভুঁতোভুতি
সবকিছু পড়েছে ইতিহাসে…
সময়ও পচেছে তার পাশে ।
ওই বই পচে গিয়ে সবকিছু একেবারে সাদা !
একদিন সবাই দ্যাখে
ছাইয়ের গাদায় একটি গাছ
একদম অচেনা গাছ, ছাল অন্য, … সনাতন ডালভঙ্গি কই?
নিরুদ্দেশ ছেলেদের মুখের – মতন – কত কোটরের মুখ
ডালেডালে পাতা নেই… ফুল নেই
সুদূরে কোকিল ডাকলে — বেজে ওঠে ডালেডালে
ফেলে – দেওয়া ইতিহাস বই আর বই !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।