T3 || প্রভাত ফেরি || বিশেষ সংখ্যায় মন্দিরা ঘোষ

আলোকবর্তিকা
শপথের আলোকবর্তিকা হাতে
যিনি জীবনে জীবন যোগ করে
শব্দের নতুন উড়ালপুল তৈরি করেছেন
যার নাম কবিতা পাক্ষিক
যার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে
সার সার শহর আধা শহর প্রত্যন্তের কলম
সাদাকথার মানুষ আবার সাক্ষাৎকারে
উত্তরাধুনিক প্র চৌ হয়ে উঠেছেন
একটা বিয়োগ চিহ্নে শিশির জমলে
কীভাবে শব্দের নদী হতে পারে
নিমপাখির গানে জন্ম নেয় এক অনুপম কাহিনি-
দেখিয়েছেন সেই ম্যাজিকমাস্টার
আজও নোটস অন ম্যাথামেটিকসের ছায়ায়
ঝুঁকে আছে অগুন্তি চোখ
নিশিপদ্ম অপেক্ষায়
অপেক্ষায় যুঁথিকাফুলের মঙ্গলঘট
বৈঠকখানা মোর পেরিয়ে সরু বাঁদিকের গলি
কোরাকাগজ আর অক্ষর ছাপিয়ে
প্রিন্টিং মেসিনের ঘর্ঘর আওয়াজ
49,পটলডাঙা স্ট্রিট নিজেকে সাজিয়ে নিচ্ছে
উৎসবের আয়োজনে
আমরা ঘন্টা মিনিট সেকেন্ডের সাথে সতর্ক আছি
ঠিক কখন আলোকময় দ্যুতিতে ঝলমল করে উঠবে
কবিতাপাক্ষিকের রুফটপ
দৃপ্ত স্বরে বলে উঠবেন,
“মানুষ যতদিন পর্যন্ত স্বপ্ন দেখবে,ততদিন কবিতাও থাকবে”….