।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় মহীতোষ গায়েন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
কালের কষ্টিপাথর
অন্তরাত্মা খুলে রেখেছি বলে বারবার
প্রতারিত হবো একথা কে বললো-
কে বললো গ্রন্থিসূত্র ছিঁড়ে ভেসে যাবো
সময়-সমুদ্রে…
দারুণ গ্রীষ্মের সন্ধ্যায় এসেছিল
পথহারা সব পাখি;
মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে তখন
পেরেক পোঁতার আওয়াজ…
রাতের নির্জনতা আলুথালু করেনি
সচেতন বিবেক,অধরা আলেয়ার
আহ্বান আর ধৈর্যের বারুদ
স্মৃতিভাণ্ডে আগুন জ্বালাতে পারেনি।
বর্ষাস্নাত রাতে রাতচরা পাখিরা ডেকে
ওঠে শাল পলাশের শাখায় শাখায়…
ভোরের তর্পণ সেরে সুস্থ সমাজ গড়ার
অঙ্গীকারে মেঠোপথে আদর্শ শিক্ষাব্রতী।
সকালের সূর্য সবুজ বনে শিহরণ জাগায়,
শিক্ষকদের সংবর্ধনা সভায় আপ্লুত হয়
সমূহ সমাজ,কালের কষ্টিপাথরে লেখা হয়
শৃঙ্খলিত ছাত্রছাত্রীদের শ্রদ্ধাবান প্রয়াস।