T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় মঞ্জিরা ঘোষ

এমনি ভাবেই বিকেল এল ক্রমে
একটি চাওয়াই ছিল ব্যতিক্রমী
সেই চাওয়াতেই ভীষণ মশগুল—
লোকের কাছে নেহাত বিতর্কিত
নিজের কাছে নিজে তো নির্ভুল।
সকাল ছিল আগমনীর সুরে
সুদক্ষিণা বাতাস দিত দোলা,
তপ্ত দুপুর রুদ্র অভিঘাতে
ছিনিয়ে নিল, উদাস পথে চলা।
তখন থেকেই ইচ্ছে নদীর বাঁকে
সবুজ মাটি ডাকছে “কাছে আয়”
ছুট্টে চলে গেছি অবসরে
জিরিয়ে নেব,পাই নি সে সময়।
এমনি ভাবেই বিকেল এল ক্রমে
একটি সাধই নিয়ম বহির্ভূত,
ঝড় বাদলে ফিউজ নিওন আলো
সাধটা তবু আবেগে আপ্লুত।
ঝমঝমিয়ে বৃষ্টি এল নেমে
পুঞ্জীভূত মেঘের ইশারায়,
অক্ষরেরা খাচ্ছে লুটোপুটি
সাদা পাতার ব্যগ্র প্রতীক্ষায়।।